সুনীল গঙ্গোপাধ্যায়
লেখক পরিচিতি
সুনীল গঙ্গোপাধ্যায় (৭ সেপ্টেম্বর ১৯৩৪ – ২৩ অক্টোবর ২০১২) ছিলেন বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি সাহিত্যিক, কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তিনি বর্তমান বাংলাদেশের মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং অল্প বয়সেই পরিবারসহ কলকাতায় চলে যান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সাহিত্যচর্চা শুরু করেন। তাঁর সাহিত্যজীবনের সূচনা কবিতা দিয়ে, ১৯৫৩ সালে কৃত্তিবাস নামে বিখ্যাত সাহিত্যপত্র প্রতিষ্ঠা করে তিনি আধুনিক বাংলা কবিতায় নবজাগরণের সূচনা করেন। পরবর্তীতে তিনি উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনি ও প্রবন্ধে সমান পারদর্শিতা দেখান। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে সেই সময়, প্রথম আলো, পূর্ব-পশ্চিম, অরণ্যের দিনরাত্রি, অর্ধেক জীবন এবং মননের মানুষ। শিশু-কিশোর সাহিত্যে তিনি “কাকাবাবু-সন্তু” সিরিজ রচনা করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। সুনীল “নীললোহিত”, “সনাতন পাঠক” প্রভৃতি ছদ্মনামে লিখে আত্মকথনমূলক ও দার্শনিক রচনার এক অনন্য ধারা সৃষ্টি করেন। তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৫) এবং দুইবার আনন্দ পুরস্কার অর্জন করেন। ২০১২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় তাঁর মৃত্যু হয়। বাংলা সাহিত্যে তিনি আজও এক অবিস্মরণীয় আধুনিকতার প্রতীক।
বইসমূহ
মোট ২ ফলাফল, দেখাচ্ছে ১ থেকে ২