
বই বিবরণ
১৯৭১
লেখক : হুমায়ুন আহমেদ
বিভাগ : কল্পকাহিনী
উপবিভাগ : উপন্যাস
হুমায়ূন আহমেদের এই উপন্যাসের ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ে, নীলগঞ্জ নামের এক প্রত্যন্ত গ্রামে। প্রথমে গ্রামের মানুষগুলো ভীরু, নিরুপায় ও ভীতসন্ত্রস্ত মনে হলেও ক্রমশ পরিস্থিতি তাদের ভেতরের সাহসকে জাগিয়ে তোলে। পাকিস্তানি সেনাদের নিষ্ঠুরতা, বিশেষ করে মেজর এজাজের নির্মম কর্মকাণ্ড পাঠককে কাঁপিয়ে দেয়। তবুও এ গল্প শুধু ভয় বা আতঙ্কের নয়; এটি মানুষের অদম্য আত্মসম্মান ও প্রতিরোধের প্রতিচ্ছবি। রফিক চরিত্রটির মাধ্যমে এক ভিন্ন দৃষ্টিকোণ ফুটে ওঠে—সে পাকিস্তানি মেজরের সহচর হলেও তার মনোজগত আলাদা। মনা, আজিজ মাস্টার বা সফরউল্লাহদের মতো সাধারণ মানুষ শেষপর্যন্ত দাঁড়িয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে। হুমায়ূন আহমেদ তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে হাস্যরস ও সূক্ষ্ম পর্যবেক্ষণ যোগ করলেও কাহিনির গভীরতা ও ট্র্যাজিক আবহ হারায় না। উপন্যাসটি পাঠককে মনে করিয়ে দেয় যে যুদ্ধ কেবল রণাঙ্গনে নয়, মানুষের ভেতরকার সাহস ও আত্মমর্যাদার লড়াইয়েও লিপিবদ্ধ হয়।