রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
লেখক পরিচিতি
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (১৬ অক্টোবর ১৯৫৬ – ২১ জুন ১৯৯১) ছিলেন একজন বাংলাদেশি কবি ও গীতিকার। তিনি ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ, গল্প, নাটক এবং অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম “বাতাসে লাশের গন্ধ” এবং বিখ্যাত গান “ভালো আছি ভালো থেকো”। শৈশব ও কিশোর বয়সেই সাহিত্য ও কবিতার প্রতি আগ্রহ ছিল তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশে গণআন্দোলন, স্বৈরাচার-বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। ১৯৮০ সালে ‘উপদ্রুত উপকূল’ কাব্যগ্রন্থের জন্য মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার লাভ করেন। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: ফিরে চাই স্বর্নগ্রাম, মানুষের মানচিত্র, ছোবল, গল্প, দিয়েছিলে সকল আকাশ, মৌলিক মুখোশ। ১৯৯১ সালের ২১ জুন ঢাকার পশ্চিম রাজাবাজারে হঠাৎ হৃদরোগে মারা যান। ২০২৪ সালে তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়।
বইসমূহ
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ-এর কোনো বই পাওয়া যায়নি।