সরোজিনী নায়ডু
লেখক পরিচিতি
সরোজিনী নায়ডু (১৩ ফেব্রুয়ারি ১৮৭৯ – ২ মার্চ ১৯৪৯) ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, বাগ্মী ও কবি। তিনি ভারত কোকিলা (The Nightingale of India) নামে খ্যাত। নায়ডু ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেস সভাপতি এবং স্বাধীন ভারতের প্রথম উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন। তিনি স্বাধীনতা আন্দোলনের সক্রিয় অংশীদার ছিলেন—ডান্ডি পদযাত্রায় মহাত্মা গান্ধীর সঙ্গে যোগ দেন এবং ধারাসন সত্যাগ্রহে নেতৃত্ব দেন। সরোজিনী নায়ডু ইংরেজি ভাষায় কবিতা রচনা করতেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল The Golden Threshold ও In the Bazaars of Hyderabad। শিক্ষা জীবনে লন্ডনের কিংস কলেজ ও কেমব্রিজের গার্টন কলেজে পড়াশোনা করেছেন। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলন থেকে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন পর্যন্ত তিনি নানা রাজনৈতিক ও সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে ১৮৯৮ সালে গোবিন্দরাজুলু নায়ডুর সঙ্গে বিবাহিত হন এবং তাদের চার সন্তান হয়। ১৯৪৯ সালের ২ মার্চ হৃদরোগে লখনউতে মৃত্যুবরণ করেন।
বইসমূহ
সরোজিনী নায়ডু-এর কোনো বই পাওয়া যায়নি।