সত্যজিৎ রায়
লেখক পরিচিতি
সত্যজিৎ রায় (২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক ও লেখক। তিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত। রায় কলকাতার রায় পরিবারে জন্মগ্রহণ করেন এবং প্রেসিডেন্সি কলেজ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী (১৯৫৫) আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এবং এটি, অপরাজিত (১৯৫৬), অপুর সংসার (১৯৫৯)–এ মিলিত হয়ে অপুর ত্রয়ী নামে পরিচিত। সত্যজিৎ রায় মোট ৩৭টি চলচ্চিত্র নির্মাণ করেন, পাশাপাশি শিশু ও কিশোরদের জন্য গল্প, উপন্যাস ও কল্পবিজ্ঞান লিখেছেন। তার কাল্পনিক চরিত্রের মধ্যে বিখ্যাত হল ফেলুদা ও প্রোফেসর শঙ্কু। তিনি বহু আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার লাভ করেন, যার মধ্যে রয়েছে ভারতরত্ন (১৯৯২), পদ্মভূষণ, একাডেমি সম্মানসূচক পুরস্কার (অস্কার) এবং ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৯২ সালে হৃদযন্ত্রের জটিলতায় তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।
বইসমূহ
সত্যজিৎ রায়-এর কোনো বই পাওয়া যায়নি।