মুহম্মদ জাফর ইকবাল
লেখক পরিচিতি
মুহম্মদ জাফর ইকবাল (জন্ম: ২৩ ডিসেম্বর ১৯৫২) একজন বাংলাদেশি কথাসাহিত্যিক, বিজ্ঞান কল্পকাহিনী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ও বেল কমিউনিকেশনস রিসার্চে ১৮ বছর গবেষণা করেন। ১৯৯৪ সালে দেশে ফিরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও তড়িৎ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। জাফর ইকবাল শিশু ও কিশোরদের জন্য বৈজ্ঞানিক কল্পকাহিনী, গল্প ও উপন্যাস লিখেছেন। তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য বহু সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন, যার মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কার ও জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারের আজীবন সম্মাননা।
বইসমূহ
মুহম্মদ জাফর ইকবাল-এর কোনো বই পাওয়া যায়নি।