আবুল মনসুর আহমেদ
লেখক পরিচিতি
আবুল মনসুর আহমেদ (৩ সেপ্টেম্বর ১৮৯৮ – ১৮ মার্চ ১৯৭৯) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশি সাহিত্যিক, রাজনীতিবিদ, সাংবাদিক ও আইনজীবী। তিনি বাংলা সাহিত্যে বিদ্রূপাত্মক রচনার জন্য সুপরিচিত ছিলেন। ১৯৪৬ সালে কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে কৃষক ও নবযুগ পত্রিকাতেও অবদান রাখেন। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯) ও আত্মকথা (১৯৭৩)। রাজনীতিতে তিনি আওয়ামী লীগ ও যুক্তফ্রন্টের সাথে যুক্ত ছিলেন এবং পূর্ব পাকিস্তানের বিভিন্ন মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সামরিক শাসন চলাকালে তিনি কারারুদ্ধ হন ও ১৯৬২ সালে মুক্ত হন। ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে নির্বাচিত হন। সাহিত্যকর্মে তিনি মুসলিম সমাজের গোঁড়ামি, ধর্মান্ধতা ও ভণ্ডামির তীক্ষ্ণ ব্যঙ্গ করেছেন। তাঁর বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে আয়না, ফুড কনফারেন্স, গালিভারের সফরনামা, আত্মকথা, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৭৯ সালে স্বাধীনতা পুরস্কার, ১৯৬০ সালে বাংলা একাডেমি পুরস্কার ও নাসিরউদ্দীন স্বর্ণপদক লাভ করেন।
বইসমূহ
আবুল মনসুর আহমেদ-এর কোনো বই পাওয়া যায়নি।