আহসান হাবীব
লেখক পরিচিতি
আহসান হাবীব (২ ফেব্রুয়ারি ১৯১৭ – ১০ জুলাই ১৯৮৫) ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সম্পাদক। তিনি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা অসমাপ্ত থাকলেও সাহিত্যপ্রেম ও মেধা তাঁকে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান আধুনিক কবিতে পরিণত করে। চল্লিশের দশক থেকেই তিনি “দেশ”, “মোহাম্মদী”, “বিচিত্রা” প্রভৃতি পত্রিকায় লেখালেখি শুরু করেন এবং পরবর্তীতে “দৈনিক বাংলা”-এর সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, মেঘ বলে চৈত্রে যাবো, ও বিদীর্ণ দর্পণে মুখ। তিনি ছোটদের জন্যও বহু ছড়া, গল্প ও উপন্যাস রচনা করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি ইউনেস্কো সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক (১৯৭৮) এবং মরণোত্তর স্বাধীনতা পুরস্কার (১৯৯৪) লাভ করেন। তাঁর দুই পুত্র মঈনুল আহসান সাবের ও মনজুরুল আহসান জাবের বাংলাদেশের সাহিত্য ও মিডিয়া অঙ্গনে প্রতিষ্ঠিত।
বইসমূহ
আহসান হাবীব-এর কোনো বই পাওয়া যায়নি।