শক্তি চট্টোপাধ্যায়
লেখক পরিচিতি
শক্তি চট্টোপাধ্যায় (২৫ নভেম্বর ১৯৩৩ – ২৩ মার্চ ১৯৯৫) ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরে জন্মগ্রহণ করেন। জীবনের শুরুতেই পিতৃহীন হয়ে পড়া শক্তি দারিদ্র্যের মধ্য দিয়ে বড় হন। প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করলেও শেষ করতে পারেননি। তিনি প্রথমে শিক্ষকতা ও ছোট চাকরি করলেও শেষ পর্যন্ত সাহিত্যকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন। ষাটের দশকে তিনি হাংরি আন্দোলনের অন্যতম জনক ছিলেন, যা বাংলা কবিতায় আধুনিকতার বিপ্লব ঘটায়। তার কাব্যে প্রেম, বিদ্রোহ, সমাজবোধ ও দার্শনিক চিন্তার মিশ্রণ দেখা যায়। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হে প্রেম, হে নৈশব্দ (১৯৬১) ও যেতে পারি কিন্তু কেন যাবো (১৯৮২) তাকে বিশেষ খ্যাতি এনে দেয়। পরবর্তী কালে তিনি আনন্দ পুরস্কার (১৯৭৫) ও সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৩) লাভ করেন। ১৯৯৫ সালে কলকাতায় তিনি পরলোকগমন করেন।
বইসমূহ
শক্তি চট্টোপাধ্যায়-এর কোনো বই পাওয়া যায়নি।