বুদ্ধদেব বসু
লেখক পরিচিতি
বুদ্ধদেব বসু (৩০ নভেম্বর ১৯০৮ – ১৮ মার্চ ১৯৭৪) ছিলেন বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী বাঙালি কবি, নাট্যকার, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক। তিনি আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ এবং ‘কল্লোল যুগ’-এর অন্যতম প্রধান কাণ্ডারি হিসেবে পরিচিত। বসু ছাত্রাবস্থায়ই কবিতা ও নাট্যচর্চায় যুক্ত হন এবং প্রগতি ও কল্লোল পত্রিকার মাধ্যমে আধুনিক কবিতার প্রসার ঘটান। তিনি বাংলা সাহিত্য সমালোচনা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, শিশুসাহিত্য ও অনুবাদে অসাধারণ অবদান রাখেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: মর্মবাণী, বন্দীর বন্দনা, কঙ্কাবতী, দময়ন্তী, শ্রেষ্ঠ কবিতা। গুরুত্বপূর্ণ উপন্যাস: সাড়া, তিথিডোর, নীলাঞ্জনের খাতা, রাত ভ’রে বৃষ্টি। নাট্যকাব্য: মায়া-মালঞ্চ, তপস্বী ও তরঙ্গিনী। অনুবাদ ও ভ্রমণকাহিনীসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৫৬। তিনি সাহিত্যিক ও সমালোচক হিসেবে আধুনিক বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। ১৯৭৪ সালে কলকাতায় হৃদরোগে তার মৃত্যু হয়।
বইসমূহ
বুদ্ধদেব বসু-এর কোনো বই পাওয়া যায়নি।