ফররুখ আহমদ
লেখক পরিচিতি
ফররুখ আহমদ (১০ জুন ১৯১৮ – ১৯ অক্টোবর ১৯৭৪) ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি “মুসলিম রেনেসাঁর কবি” নামে পরিচিত। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ফররুখ আহমদের কবিতায় ইসলামী ভাবধারা, মানবতাবাদ, বঞ্চিত মানুষের অধিকার এবং জাতীয় চেতনার প্রতিফলন ঘটেছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে সাত সাগরের মাঝি, সিরাজাম মুনীরা, হাতেম তায়ী ও মুহূর্তের কবিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি কলকাতার রিপন কলেজে আই.এ. এবং স্কটিশ চার্চ কলেজে দর্শন ও ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন। কর্মজীবনে সাংবাদিকতা, সম্পাদনা ও ঢাকা বেতারে কাজ করেন। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬০), একুশে পদক (১৯৭৭) ও স্বাধীনতা পদক (১৯৮০) লাভ করেন। দারিদ্র্য ও অবহেলার মধ্যেই এই মহান কবি ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন।
বইসমূহ
ফররুখ আহমদ-এর কোনো বই পাওয়া যায়নি।