আবদুল মান্নান সৈয়দ
লেখক পরিচিতি
আবদুল মান্নান সৈয়দ (৩ আগস্ট ১৯৪৩ – ৫ সেপ্টেম্বর ২০১০) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আধুনিক কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, সাহিত্য-সমালোচক ও সম্পাদক। তিনি ষাটের দশক থেকে বাংলা সাহিত্যে তার সৃজনশীলতা, সমালোচনা ও গবেষণার মাধ্যমে বিশিষ্ট স্থান অর্জন করেন। কবি হিসেবে তিনি পরাবাস্তববাদী প্রভাব নিয়ে বাংলা কবিতায় নতুন দিগন্ত সৃষ্টি করেন, প্রায় ২১টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার জীবদ্দশায়। কথাসাহিত্যেও তিনি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও প্রতীকী, পরাবাস্তব উপাদানের মাধ্যমে সমসাময়িক সাহিত্যে অনন্য অবদান রেখেছেন। সমালোচক হিসেবে তিনি জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমদ, মানিক বন্দ্যোপাধ্যায় সহ বহু বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকের উপর নিবিড় গবেষণা করেছেন। তিনি ২০০২-২০০৪ সালে নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে “পোয়েট ইন রেসিডেন্স” হিসেবে কাজ করেন। দীর্ঘ অধ্যাপক জীবনে ঢাকার জগন্নাথ কলেজ, সিলেটের এম.সি. কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষাদান করেছেন। চিত্রকলা ও নাট্যচর্চায়ও তিনি নিখুঁত ছিলেন। ২০১০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যে তার অবদান তাকে এক সুপরিচিত এবং স্মরণীয় সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বইসমূহ
আবদুল মান্নান সৈয়দ-এর কোনো বই পাওয়া যায়নি।