অদ্বৈত মল্লবর্মণ

অদ্বৈত মল্লবর্মণ

অদ্বৈত মল্লবর্মণ

লেখক পরিচিতি

অদ্বৈত মল্লবর্মণ (১ জানুয়ারি ১৯১৪ – ১৬ এপ্রিল ১৯৫১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন এবং স্বল্পকালীন জীবনে বাংলা সাহিত্যে বিশেষ স্থান অর্জন করেন। তাঁর সবচেয়ে প্রসিদ্ধ উপন্যাস “তিতাস একটি নদীর নাম”, যা মৎস্যজীবী ধীবর সম্প্রদায়ের জীবন ও তিতাস নদীর দু’কূলের মানুষের কঠিন বাস্তবতা তুলে ধরে। অদ্বৈত মল্লবর্মণ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও অত্যন্ত মেধাবী ছিলেন। কলেজের পড়াশোনা শেষ না করে ১৯৩৪ সালে কলকাতায় এসে সাংবাদিকতা শুরু করেন। তিনি “মাসিক মোহাম্মদী”, “নবশক্তি” ও অন্যান্য পত্রিকায় কাজ করেন। তাঁর সাহিত্যকর্মের মধ্যে শিশু ও কিশোরদের জন্য “এক পয়সায় একটি” বিশেষভাবে পরিচিত। এছাড়া “সাদা হাওয়া”, “সাগরতীর্থে”, “দল বেঁধে” ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করেন। সমাজ সংস্কারমূলক কাজেও তিনি সক্রিয় ছিলেন এবং দরিদ্র ও অসহায়দের সহায়তা করতেন। মাত্র ৩৭ বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন। অদ্বৈত মল্লবর্মণের একমাত্র “তিতাস একটি নদীর নাম” উপন্যাসই তাকে বাংলা সাহিত্যের অমর প্রতিভা হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে।

বইসমূহ

অদ্বৈত মল্লবর্মণ-এর কোনো বই পাওয়া যায়নি।