হেলাল হাফিজ
লেখক পরিচিতি
হেলাল হাফিজ (৭ অক্টোবর ১৯৪৮ – ১৩ ডিসেম্বর ২০২৪) ছিলেন বাংলাদেশের একজন আধুনিক কবি ও সাহিত্য সম্পাদক। ১৯৮৬ সালে প্রকাশিত তাঁর কবিতা সংকলন যে জলে আগুন জ্বলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ৩৩টিরও বেশি সংস্করণ প্রকাশিত হয়েছে। ২০১২ সালে প্রকাশিত তাঁর দ্বিতীয় কবিতা সংকলন কবিতা একাত্তর। তাঁর কবিতার মধ্যে বিশেষভাবে জনপ্রিয় লাইনটি হলো: “এখন যৌবন যাৰ মিছিলে যাবাৰ তাৰ শ্ৰেষ্ঠ সময়, এখন যৌবন যাৰ যুদ্ধে যাবাৰ তাৰ শ্ৰেষ্ঠ সময়।” হেলাল হাফিজ সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসাবেও কাজ করেছেন। তিনি ১৯৭২–১৯৭৫ পর্যন্ত দৈনিক পূৰ্বদেশ পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন এবং পরে দৈনিক দেশ ও যুগান্তর পত্রিকায় সাহিত্য সম্পাদক পদে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ থেকে অলৌকিকভাবে বেঁচে যান। তিনি বাংলা অকাডেমী সাহিত্য পুরস্কার (২০১৩) সহ নানান সাহিত্য সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন।
বইসমূহ
হেলাল হাফিজ-এর কোনো বই পাওয়া যায়নি।