আবু হেনা মোস্তফা কামাল

আবু হেনা মোস্তফা কামাল

আবু হেনা মোস্তফা কামাল

লেখক পরিচিতি

আবু হেনা মোস্তফা কামাল (১৩ মার্চ ১৯৩৬ – ২৩ সেপ্টেম্বর ১৯৮৯) ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, কবি, গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক। তিনি সিরাজগঞ্জ জেলার নাগরৌহা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও এমএ পরীক্ষায় উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনের পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর সাহিত্যজীবনে কবিতা, প্রবন্ধ, গবেষণা ও গান সমানভাবে সমৃদ্ধ ছিল। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো আপন যৌবন বৈরী, যেহেতু জন্মান্ধ ও আক্রান্ত গজল। প্রবন্ধগ্রন্থের মধ্যে শিল্পীর রূপান্তর ও কথা ও কবিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। আবু হেনা মোস্তফা কামালের লেখায় দেশপ্রেম, মানবপ্রেম ও শিল্পসচেতনতার গভীর প্রকাশ দেখা যায়। তিনি একুশে পদকসহ আলাওল সাহিত্য পুরস্কার ও সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হন। ১৯৮৯ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন।

বইসমূহ

আবু হেনা মোস্তফা কামাল-এর কোনো বই পাওয়া যায়নি।