মহাশ্বেতা দেবী

মহাশ্বেতা দেবী

মহাশ্বেতা দেবী

লেখক পরিচিতি

মহাশ্বেতা দেবী (১৪ জানুয়ারি ১৯২৬ – ২৮ জুলাই ২০১৬) ছিলেন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক, সমাজকর্মী ও মানবাধিকার আন্দোলনের নেত্রী। তাঁর জন্ম ঢাকায়, সাহিত্যিক পরিবারে — পিতা মণীশ ঘটক ছিলেন কবি, মা ধরিত্রী দেবী লেখক ও সমাজকর্মী। তিনি শান্তিনিকেতন ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৫৬ সালে প্রকাশিত ঝাঁসির রানি উপন্যাস দিয়ে সাহিত্যজীবন শুরু করেন। পরে হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, রুদালি, তিতুমির প্রভৃতি রচনায় ভারতের প্রান্তিক ও আদিবাসী মানুষের বঞ্চনা ও সংগ্রামকে তিনি সাহিত্যিক উচ্চতায় তুলে ধরেন। লোধা ও শবর উপজাতিসহ বিভিন্ন নিপীড়িত জনগোষ্ঠীর অধিকারের পক্ষে তিনি আজীবন আন্দোলন চালিয়েছেন। তাঁর লেখায় সামাজিক ন্যায়বিচার, নারীর অবস্থান ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ প্রধান বিষয়। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার, পদ্মশ্রী, পদ্মবিভূষণ এবং বঙ্গবিভূষণসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন। ২০১৬ সালের ২৮ জুলাই কলকাতায় তাঁর মৃত্যু হয়। মহাশ্বেতা দেবী আধুনিক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল ও সংগ্রামী কণ্ঠ হিসেবে আজও স্মরণীয়।

বইসমূহ

মহাশ্বেতা দেবী-এর কোনো বই পাওয়া যায়নি।