জহির রায়হান
লেখক পরিচিতি
জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ – ৩০ জানুয়ারি ১৯৭২, নিখোঁজ) ছিলেন একাধারে বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার। তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বিখ্যাত উপন্যাস হাজার বছর ধরে ও আরেক ফাল্গুন বাংলা সাহিত্যে স্থায়ী আসন পেয়েছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা তাঁর সাহিত্য ও চলচ্চিত্রে প্রতিফলিত হয়েছে। তিনি পরিচালিত জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধপূর্ব পাকিস্তানি শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে খ্যাত। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি নির্মাণ করেন বিশ্বখ্যাত প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড। দেশ স্বাধীন হওয়ার পর নিখোঁজ ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি তিনি নিখোঁজ হন এবং আর ফিরে আসেননি। বাংলাদেশের চলচ্চিত্র ও সাহিত্য জগতে তাঁর অবদান অনন্য; এজন্য তিনি মরণোত্তর একুশে পদক (১৯৭৭) ও স্বাধীনতা পুরস্কার (১৯৯২) লাভ করেন।
বইসমূহ
কয়েকটি মৃত্যু
বই দেখুনমোট ১ ফলাফল, দেখাচ্ছে ১ থেকে ১