লালন শাহ

লালন শাহ

লালন শাহ

লেখক পরিচিতি

লালন শাহ (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বাঙালির আধ্যাত্মিক সাধনা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তিনি লালন ফকির, লালন সাঁই বা মহাত্মা লালন নামেও পরিচিত। কুষ্টিয়ার ছেউড়িয়াতে বসবাসকারী এই সাধক ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও দার্শনিক। তাঁর রচিত গানগুলোতে মানবধর্ম, আত্মজ্ঞান, প্রেম ও সামাজিক সাম্যের গভীর দর্শন প্রকাশ পেয়েছে। লালন ধর্ম, বর্ণ, জাতিগত বিভেদকে অস্বীকার করে মানুষকেই সর্বোচ্চ মর্যাদা দিয়েছিলেন। তাঁর দর্শন ও সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ অসংখ্য সাহিত্যিক ও চিন্তাবিদকে প্রভাবিত করেছে। তিনি কুষ্টিয়ার ছেউড়িয়ায় প্রতিষ্ঠা করেছিলেন আখড়া, যেখানে প্রতি বছর ভক্ত ও বাউলরা তাঁর স্মরণে মহোৎসব পালন করেন। লালন ১৮৯০ সালে ১১৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন, কিন্তু তাঁর গান ও ভাবনা আজও মানবতার আলোকবর্তিকা হয়ে আছে।

বইসমূহ

লালন শাহ-এর কোনো বই পাওয়া যায়নি।