শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
লেখক পরিচিতি
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (৩০ মার্চ ১৮৯৯ – ২২ সেপ্টেম্বর ১৯৭০) ছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা, যিনি গল্প, উপন্যাস, নাটক, ঐতিহাসিক কাহিনি ও চলচ্চিত্রের চিত্রনাট্যে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। উত্তরপ্রদেশের জৌনপুরে জন্মগ্রহণ করলেও তাঁর আদি নিবাস ছিল কলকাতার বরানগরে। তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশোনা করেন এবং ছাত্রজীবনেই সাহিত্যচর্চা শুরু করেন। তাঁর সর্বাধিক জনপ্রিয় সৃষ্টি “ব্যোমকেশ বক্সী” – একজন বাঙালি গোয়েন্দা চরিত্র, যিনি নিজেকে “সত্যান্বেষী” বলে পরিচয় দেন। ব্যোমকেশ ছাড়াও তিনি ঐতিহাসিক উপন্যাস যেমন তুঙ্গভদ্রার তীরে, কালের মন্দিরা, গৌড়মল্লার প্রভৃতি রচনা করেছেন। চলচ্চিত্র জগতেও তাঁর অবদান উল্লেখযোগ্য; বম্বে টকিজে তিনি বহু চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন। ১৯৬৭ সালে “তুঙ্গভদ্রার তীরে” উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ১৯৭০ সালে পুণে শহরে তিনি পরলোকগমন করেন।
বইসমূহ
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়-এর কোনো বই পাওয়া যায়নি।