যতীন্দ্রমোহন বাগচী
লেখক পরিচিতি
যতীন্দ্রমোহন বাগচী (২৭ নভেম্বর ১৮৭৮ – ১ ফেব্রুয়ারি ১৯৪৮) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি ও সম্পাদক। তিনি নদিয়া জেলার জমশেরপুরে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় কলকাতার ডাফ কলেজে (বর্তমান স্কটিশ চার্চ কলেজ)। জীবনের শুরুতে তিনি সারদাচরণ মিত্রের সচিব হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে কলকাতা কর্পোরেশন ও নাটোর মহারাজের অধীনে বিভিন্ন প্রশাসনিক পদে কর্মরত ছিলেন। সাহিত্যজগতে তিনি মানসী, যমুনা এবং পূর্বাচল পত্রিকার সম্পাদক হিসেবে খ্যাতি অর্জন করেন। তাঁর কাব্যরচনায় পল্লীপ্রেম, প্রকৃতির সৌন্দর্য ও গ্রামীণ জীবনের সুখ-দুঃখ জীবন্ত হয়ে উঠেছে। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে লেখা, রেখা, অপরাজিতা, জাগরণী ও মহাভারতী। রবীন্দ্র প্রভাবিত হলেও তিনি নিজস্ব ভাবধারা ও সহজ-সরল ভাষাশৈলীতে বাংলা কাব্যকে নতুন মাত্রা দিয়েছেন। ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি কলকাতায় তাঁর মৃত্যু হয়।
বইসমূহ
যতীন্দ্রমোহন বাগচী-এর কোনো বই পাওয়া যায়নি।