বলাইচাঁদ মুখোপাধ্যায়

বলাইচাঁদ মুখোপাধ্যায়

বলাইচাঁদ মুখোপাধ্যায়

লেখক পরিচিতি

বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৯ জুলাই ১৮৯৯ – ৯ ফেব্রুয়ারি ১৯৭৯), ছদ্মনাম বনফুল, ছিলেন একজন খ্যাতনামা বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। অবিভক্ত ভারতের বিহার রাজ্যের মণিহারীতে জন্মগ্রহণ করা এই সাহিত্যিক পেশায় ছিলেন চিকিৎসক। কৈশোরকালেই লেখালেখি শুরু করেন এবং নিজের নাম গোপন রাখতে “বনফুল” নামে সাহিত্যচর্চা চালিয়ে যান। তাঁর সাহিত্যজীবন শুরু হয় “মালঞ্চ” পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। তিনি ব্যঙ্গ, রম্য ও মানবমনের সূক্ষ্ম দিক নিয়ে অসাধারণ দক্ষতায় লিখেছেন। তাঁর রচনার সংখ্যা এক হাজারেরও বেশি — যার মধ্যে উল্লেখযোগ্য হলো সাত সমুদ্র তেরো নদী, আকাশবাসী, তুমি, অগ্নীশ্বর, ও ভুবন সোম। ছোটগল্প রচনায় তিনি এক অনন্য উচ্চতায় পৌঁছান এবং বাংলা সাহিত্যে “বনফুলীয় ধারা” সৃষ্টি করেন। সাহিত্যে অবদানের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার (১৯৬২), জগত্তারিণী স্বর্ণপদক (১৯৬৭) ও পদ্মভূষণ (১৯৭৫) লাভ করেন। ১৯৭৯ সালে কলকাতায় তাঁর মৃত্যু হয়।

বইসমূহ

বলাইচাঁদ মুখোপাধ্যায়-এর কোনো বই পাওয়া যায়নি।