নীরদচন্দ্র চৌধুরী

নীরদচন্দ্র চৌধুরী

নীরদচন্দ্র চৌধুরী

লেখক পরিচিতি

নীরদচন্দ্র চৌধুরী (২৩ নভেম্বর ১৮৯৭ – ১ আগস্ট ১৯৯৯) ছিলেন এক প্রথাবিরোধী বাঙালি মননশীল লেখক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ। কিশোরগঞ্জে জন্মগ্রহণ করে তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন শুরু করেন ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে কেরানি হিসেবে, পরবর্তীতে “মডার্ন রিভিউ” ও “শনিবারের চিঠি” পত্রিকায় সম্পাদনা বিভাগে কাজ করেন। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ *The Autobiography of an Unknown Indian* (১৯৫১) তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এছাড়া *A Passage to England*, *The Continent of Circe* ও *Thy Hand, Great Anarch!* তাঁর বিখ্যাত রচনা। ভারতীয় সমাজ, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে তাঁর বিশ্লেষণ ছিল তীক্ষ্ণ ও বিতর্কিত। তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার, ডাফ কুপার মেমোরিয়াল পুরস্কার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ও ব্রিটিশ এম্পায়ারের সিবিই উপাধি লাভ করেন। ১০১ বছর বয়সে অক্সফোর্ডে তাঁর মৃত্যু হয়।

বইসমূহ

নীরদচন্দ্র চৌধুরী-এর কোনো বই পাওয়া যায়নি।