জগদীশ গুপ্ত
লেখক পরিচিতি
জগদীশ গুপ্ত (৫ জুলাই ১৮৮৬ – ১৫ এপ্রিল ১৯৫৭) ছিলেন বাংলা কথাসাহিত্যের একজন বিশিষ্ট ছোটগল্পকার ও ঔপন্যাসিক। তাঁর প্রকৃত নাম ছিল জগদীশ চন্দ্র সেনগুপ্ত। কুষ্টিয়ার আমলাপাড়ায় জন্মগ্রহণ করা এই সাহিত্যিকের পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার খোর্দ মেঘচারমি গ্রামে। জীবনের শুরুতে তিনি কবিতা লিখলেও পরবর্তীতে ছোটগল্পে বিশেষ খ্যাতি অর্জন করেন। জগদীশ গুপ্তের লেখায় মানবজীবনের গভীর মনস্তত্ত্ব, দুঃখ, ব্যর্থতা ও সমাজবাস্তবতার অনন্য প্রকাশ দেখা যায়। তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে ‘বিনোদিনী’, ‘রূপের বাহিরে’, ‘শ্রীমতি’, ‘উদয়লেখা’, ‘মেঘাবৃত অশনি’ ইত্যাদি। আর উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে আছে ‘অসাধু সিদ্ধার্থ’, ‘দুলালের দোলা’, ‘নিষেধের পটভূমিকায়’, ‘কলঙ্কিত তীর্থ’ প্রভৃতি। জীবনের বিভিন্ন সময় তিনি টাইপিস্ট হিসেবে কাজ করেছেন এবং কর্মজীবনের পাশাপাশি সাহিত্যচর্চা চালিয়ে গেছেন। ভাষার স্বাতন্ত্র্য, চরিত্রচিত্রণের গভীরতা এবং মনোবিশ্লেষণধর্মী কাহিনির জন্য জগদীশ গুপ্ত বাংলা ছোটগল্প সাহিত্যে এক বিশেষ স্থান অধিকার করেন।
বইসমূহ
জগদীশ গুপ্ত-এর কোনো বই পাওয়া যায়নি।