উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
লেখক পরিচিতি
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (১২ মে ১৮৬৩ – ২০ ডিসেম্বর ১৯১৫) ছিলেন বাংলা শিশুসাহিত্যের অন্যতম অগ্রপথিক, চিত্রকর, সংগীতজ্ঞ ও ছাপাখানার উদ্ভাবক। তিনি “ছোটদের রামায়ণ”, “টুনটুনির বই” এবং “গুপি গাইন বাঘা বাইন” এর মতো কালজয়ী রচনার মাধ্যমে বাংলার শিশু সাহিত্যে নতুন যুগের সূচনা করেন। কিশোরগঞ্জ জেলার মসূয়া গ্রামে জন্মগ্রহণ করা উপেন্দ্রকিশোরের পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়; পরে জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নিয়ে নতুন নাম দেন। তিনি ব্রাহ্মসমাজের সদস্য ছিলেন এবং সাহিত্যিক সুকুমার রায়ের পিতা ও চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পিতামহ। তিনি “ইউ. রায় অ্যান্ড সন্স” নামের নিজস্ব ছাপাখানা স্থাপন করে আধুনিক মুদ্রণ প্রযুক্তি প্রবর্তন করেন এবং “সন্দেশ” পত্রিকা প্রকাশ শুরু করেন। ১৯১৫ সালে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
বইসমূহ
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী-এর কোনো বই পাওয়া যায়নি।