সত্যেন্দ্রনাথ দত্ত
লেখক পরিচিতি
সত্যেন্দ্রনাথ দত্ত (১১ ফেব্রুয়ারি ১৮৮২ – ২৫ জুন ১৯২২) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি ও ছড়াকার, যিনি রবীন্দ্র যুগে 'ছন্দরাজ' খ্যাত। কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে জন্মগ্রহণ করা সত্যেন্দ্রনাথের পৈতৃক নিবাস বর্ধমানের চুপী গ্রামে। তিনি পিতার ব্যবসায় যোগ দেওয়ার পাশাপাশি ভারতী পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন এবং রবীন্দ্রনাথের প্রভাবগ্রহণের পরেও স্বতন্ত্র কাব্যধারা সৃষ্টি করেন। বাংলায় ছন্দ ও শব্দের নিখুঁত ব্যবহার, বিদেশী কবিতার সফল অনুবাদ এবং সাধারণ মানুষের জীবনচিত্র উপস্থাপনার জন্য তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। ছদ্মনামে লেখা কবিতা, ছন্দ সম্পর্কিত প্রবন্ধ এবং অনুবাদকর্মের মাধ্যমে বাংলাসাহিত্যের বৈচিত্র্য ও সমৃদ্ধি সাধন করেন। মাত্র চল্লিশ বছর বয়সে ১৯২২ সালে তিনি পরলোকগমন করেন।
বইসমূহ
সত্যেন্দ্রনাথ দত্ত-এর কোনো বই পাওয়া যায়নি।
প্রণয়ী পাঠাগার — সর্বস্বত্ব সংরক্ষিত
প্রণয়ী পাঠাগার উন্নয়নে
ডটসাইন