রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

লেখক পরিচিতি

রামেন্দ্রসুন্দর ত্রিবেদী (২০ আগস্ট ১৮৬৪ – ৬ জুন ১৯১৯) ছিলেন বাংলা ভাষার একজন প্রখ্যাত বিজ্ঞান লেখক এবং শিক্ষাবিদ। তিনি ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন এবং রিপন কলেজে পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রের অধ্যাপক ও স্থায়ী অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ও শিক্ষাকে জনপ্রিয় করতে প্রচুর প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেন, যেমন জিজ্ঞাসা, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, চরিত কথা, শব্দকথা, বিজ্ঞান জ্যোতিষ সমাজ। তিনি ১৮৯৪ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা করেন এবং ১৯০৪–১৯১১ পর্যন্ত এর সভাপতি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর লেখনীর স্বাতন্ত্র্য ও মননশক্তিকে প্রশংসা করেছেন। তিনি ৬ জুন ১৯১৯ সালে প্রয়াত হন।

বইসমূহ

রামেন্দ্রসুন্দর ত্রিবেদী-এর কোনো বই পাওয়া যায়নি।