রাখালদাস বন্দ্যোপাধ্যায়
লেখক পরিচিতি
রাখালদাস বন্দ্যোপাধ্যায় (১২ এপ্রিল ১৮৮৫ – ২৩ মে ১৯৩০) ছিলেন ভারতের বিশিষ্ট ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ। তিনি হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র মহেঞ্জোদাড়ো পুনরায় আবিষ্কার করেন এবং কুষান সম্রাট কণিষ্ক, বাংলার পাল রাজবংশসহ প্রাচীন ভারতের ইতিহাস ও প্রত্নতত্ত্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায় ১৯১১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ. পাশ করেন এবং ১৯২৬ সালে অবসর গ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহের মধ্যে রয়েছে ২ খণ্ডে বাঙ্গালার ইতিহাস, পাষাণের কথা, শশাঙ্ক, ধর্মপাল এবং লেখমালানুক্রমণী, যা বিভিন্ন প্রান্তে প্রাপ্ত প্রস্তরখোদিত লিপির সংকলন। তিনি ২৩ মে ১৯৩০ সালে কলকাতায় প্রয়াত হন।
বইসমূহ
রাখালদাস বন্দ্যোপাধ্যায়-এর কোনো বই পাওয়া যায়নি।
প্রণয়ী পাঠাগার — সর্বস্বত্ব সংরক্ষিত
প্রণয়ী পাঠাগার উন্নয়নে
ডটসাইন