প্রভাতকুমার মুখোপাধ্যায়

প্রভাতকুমার মুখোপাধ্যায়

প্রভাতকুমার মুখোপাধ্যায়

লেখক পরিচিতি

প্রভাতকুমার মুখোপাধ্যায় (৩ ফেব্রুয়ারি ১৮৭৩ – ৫ এপ্রিল ১৯৩২) ছিলেন বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ছোটগল্পকার ও ঔপন্যাসিক। তিনি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রামে জন্মগ্রহণ করেন এবং পাটনা কলেজ থেকে উচ্চশিক্ষা নেন। ছাত্রজীবনে ‘ভারতী’ পত্রিকায় কবিতা লিখে সাহিত্যচর্চার সূচনা করেন। পরে গদ্যলেখায় মনোযোগ দেন এবং ‘শ্রীমতী রাধামণি দেবী’ ছদ্মনামে কুন্তলীনের প্রথম পুরস্কার লাভ করেন। তাঁর সাহিত্যকর্মে বাংলার সাধারণ মানুষের জীবন, দৈনন্দিন দুঃখ–সুখ, এবং সরল হাস্যরস ফুটে ওঠে। প্রভাতকুমারের ১৪টি উপন্যাস ও ১০৮টি ছোটগল্প বিভিন্ন গল্পসংকলনে প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম উপন্যাস ‘রমাসুন্দরী’ (১৯০৮) এবং শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে ‘রত্নদীপ’ (১৯১৫) বিশেষভাবে উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর গল্পের প্রশংসা করেছেন। সাহিত্যকর্মের কারণে তিনি সমকালীন বাঙালি সমাজে ‘বাংলার মপাসাঁ’ নামে পরিচিত। প্রভাতকুমার মুখোপাধ্যায় ৫ এপ্রিল ১৯৩২ সালে কলকাতায় প্রয়াত হন।

বইসমূহ

প্রভাতকুমার মুখোপাধ্যায়-এর কোনো বই পাওয়া যায়নি।