প্রমথ চৌধুরী
লেখক পরিচিতি
প্রমথ চৌধুরী (জন্ম: ৭ আগস্ট ১৮৬৮ – মৃত্যু: ২ সেপ্টেম্বর ১৯৪৬) ছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য প্রাবন্ধিক, কবি, ছোটগল্পকার ও চলিত গদ্যের প্রবর্তক। যশোরে জন্মগ্রহণ করা এই সাহিত্যিকের ছদ্মনাম ছিল “বীরবল”। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে অনার্স ও ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে যান। দেশে ফিরে আইন পেশায় যুক্ত হয়ে পরে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। তাঁর সম্পাদিত সবুজপত্র পত্রিকা বাংলা গদ্যে চলিতরীতির পথিকৃৎ হিসেবে ইতিহাস সৃষ্টি করে। তেল-নুন-লাকড়ী, বীরবলের হালখাতা, নানাকথা, এবং সনেট পঞ্চাশৎ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। বাংলা ভাষা, সাহিত্য ও চিন্তাধারায় আধুনিকতার সূচনা ঘটিয়ে তিনি নবজাগরণের এক গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন।
বইসমূহ
প্রমথ চৌধুরী-এর কোনো বই পাওয়া যায়নি।
প্রণয়ী পাঠাগার — সর্বস্বত্ব সংরক্ষিত
প্রণয়ী পাঠাগার উন্নয়নে
ডটসাইন