রজনীকান্ত সেন

রজনীকান্ত সেন

রজনীকান্ত সেন

লেখক পরিচিতি

রজনীকান্ত সেন (২৬ জুলাই ১৮৬৫ – ১৩ সেপ্টেম্বর ১৯১০) ছিলেন বাংলার নবজাগরণের যুগের একজন প্রখ্যাত কবি, গীতিকার, সুরকার ও গায়ক। তিনি সিরাজগঞ্জের ভাঙ্গাবাড়ীতে জন্মগ্রহণ করেন এবং তাঁর অসাধারণ সঙ্গীত প্রতিভা ও দেশপ্রেমমূলক গানের জন্য “কান্তকবি” নামে পরিচিতি পান। তাঁর রচিত দেশাত্মবোধক গান “মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই” স্বদেশী আন্দোলনে বিপুল অনুপ্রেরণা জুগিয়েছিল। ঈশ্বরভক্তি, মানবপ্রেম ও হাস্যরস তাঁর গানের মূল সুর। আইন পেশায় যুক্ত থাকলেও সাহিত্য ও সঙ্গীতই ছিল তাঁর জীবনের আসল অনুরাগ। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে বাণী, কল্যাণী ও অমৃত অন্যতম। জীবনের শেষদিকে কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন মাত্র ৪৫ বছর বয়সে।

বইসমূহ

রজনীকান্ত সেন-এর কোনো বই পাওয়া যায়নি।