প্যারীচাঁদ মিত্র

প্যারীচাঁদ মিত্র

প্যারীচাঁদ মিত্র

লেখক পরিচিতি

প্যারীচাঁদ মিত্র (২২ জুলাই ১৮১৪ – ২৩ নভেম্বর ১৮৮৩) ছিলেন বাংলা উপন্যাসের পথিকৃৎ, প্রাবন্ধিক, সাংবাদিক ও সমাজসংস্কারক। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং হিন্দু কলেজে অধ্যয়ন করেন। হেনরি ডিরোজিওর নেতৃত্বে গঠিত ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্য হিসেবে তিনি বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর ছদ্মনাম ছিল “টেকচাঁদ ঠাকুর”। ১৮৫৭ সালে প্রকাশিত তাঁর আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম দিকের উপন্যাস এবং কথ্য ভাষাভিত্তিক গদ্যের অগ্রদূত হিসেবে বিবেচিত। সহজ ভাষা, রসাত্মক উপস্থাপন ও সামাজিক বাস্তবতার মিশ্রণে তিনি বাংলা গদ্যের নতুন ধারা সৃষ্টি করেন। তিনি সাংবাদিকতা, সমাজসেবা ও শিক্ষার উন্নয়নেও অবদান রাখেন। সাহিত্যকীর্তির জন্য তাঁকে ‘বাংলার ডিকেন্স’ বলা হয়।

বইসমূহ

প্যারীচাঁদ মিত্র-এর কোনো বই পাওয়া যায়নি।