নবীনচন্দ্র সেন
লেখক পরিচিতি
নবীনচন্দ্র সেন (১০ ফেব্রুয়ারি ১৮৪৭ – ২৩ জানুয়ারি ১৯০৯) ছিলেন বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কবি ও মহাকাব্য রচয়িতা। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরার গ্রামে জন্মগ্রহণ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক শেষে তিনি সরকারি চাকরিতে যোগ দেন এবং দীর্ঘ ৩৬ বছর প্রশাসনিক দায়িত্ব পালন করেন। নবীনচন্দ্রের সাহিত্যজীবন শুরু হয় ছাত্রাবস্থায়, তাঁর প্রথম কাব্যগ্রন্থ অবকাশরঞ্জিনী প্রকাশিত হয় ১৮৭৮ সালে। তিনি পলাশীর যুদ্ধ, রৈবতক, কুরুক্ষেত্র ও প্রভাস—এই চারটি মহাকাব্যের মাধ্যমে ইতিহাস, ধর্ম ও মানবতার সমন্বিত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা ক্লিওপেট্রা, খ্রীস্ট, অমিতাভ ও আত্মজীবনী আমার জীবন। নবীনচন্দ্র দেশপ্রেম, ধর্মভাবনা ও কাব্যগুণে বাংলা সাহিত্যে স্থায়ী স্থান লাভ করেন।
বইসমূহ
নবীনচন্দ্র সেন-এর কোনো বই পাওয়া যায়নি।
প্রণয়ী পাঠাগার — সর্বস্বত্ব সংরক্ষিত
প্রণয়ী পাঠাগার উন্নয়নে
ডটসাইন