দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

লেখক পরিচিতি

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (১৫ এপ্রিল ১৮৭৭ – ৩০ মার্চ ১৯৫৭) ছিলেন বাংলার খ্যাতনামা শিশু সাহিত্যিক, রূপকথা সংগ্রাহক ও সম্পাদক। তিনি ঢাকার সাভার উপজেলার উলাইল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার মৃত্যুর পর পিসিমা রাজলক্ষ্মী দেবীর কাছ থেকে তিনি লোককথার জগতের অনুপ্রেরণা পান। বাংলার গ্রামীণ জীবনের রূপকথা, গীতিকথা, ব্রতকথা ও রসকথা সংগ্রহ করে তিনি ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে ইত্যাদি কালজয়ী গ্রন্থ রচনা করেন, যা বাংলা শিশু সাহিত্যে অমরত্ব পেয়েছে। তিনি ‘সুধা’ পত্রিকা সম্পাদনা করেন এবং বহু বিজ্ঞানভিত্তিক রচনাও প্রকাশ করেন। সাহিত্য ও লোকসংস্কৃতির বিকাশে তাঁর অবদান অনন্য। ১৯৫৭ সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

বইসমূহ

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার-এর কোনো বই পাওয়া যায়নি।