অবনীন্দ্রনাথ ঠাকুর
লেখক পরিচিতি
অবনীন্দ্রনাথ ঠাকুর (৭ আগস্ট ১৮৭১ – ৫ ডিসেম্বর ১৯৫১) ছিলেন ভারতীয় বাঙালি খ্যাতিমান চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র এবং গিরীন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ছিলেন। শিল্পী ও একাডেমিক পরিবেশে জন্ম হওয়ায় শৈশব থেকেই চিত্রকলার আবহে বেড়ে ওঠেন এবং ১৮৮১ থেকে ১৮৮৯ সালে সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন। পরবর্তীতে কলকাতা আর্ট স্কুলে ইতালীয় শিল্পী গিলার্ডির কাছে ড্রয়িং, প্যাস্টেল ও জলরঙের শিক্ষা গ্রহণ করেন এবং ইংরেজ শিল্পী সি এল পামারের কাছে লাইফ স্টাডি ও তেলরঙের কৌশল শিখেন। ১৮৯৬ সালে তিনি কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ নিযুক্ত হন, ভারতীয়দের মধ্যে প্রথম এই মর্যাদা লাভ করেন, এবং ১৯৪১ থেকে ১৯৪৫ পর্যন্ত শান্তিনিকেতনে বিশ্বভারতীতে আচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। অবনীন্দ্রনাথ ভারতীয় রীতির চিত্রকলায় নবজাগরণ ঘটান, যার মধ্যে উল্লেখযোগ্য চিত্রকর্মগুলো হলো কৃষ্ণলীলা-সংক্রান্ত সিরিজ, শুক্লাভিসার, উমর খৈয়াম, শেষযাত্রা, বুদ্ধ ও ভারতমাতা। তিনি কুটুম কাটাম নামে আকারনিষ্ঠ বিমূর্ত রূপসৃষ্টি গড়ে তোলেন এবং পাশ্চাত্য ও ভারতীয় শৈলীর সংমিশ্রণে অভিনব শিল্পধারা স্থাপন করেন। সাহিত্যে তার প্রকাশিত গ্রন্থ প্রায় ২৬টি, যার মধ্যে শিশুসাহিত্য গ্রন্থ শকুন্তলা (১৮৯৫) এবং ক্ষীরের পুতুল (১৮৯৬) উল্লেখযোগ্য। এছাড়াও রাজ কাহিনী, ভারত শিল্প, বসন্তের হিমালয়, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী প্রভৃতি গ্রন্থ তাকে সাহিত্যিক দিক থেকেও গুরুত্বপূর্ণ স্থান প্রদান করে। গল্প, কবিতা, চিঠিপত্র, শিল্প আলোচনা, যাত্রাপালা ও পুথিসহ তার মোট রচনার সংখ্যা প্রায় ৩৭০টি। ১৯৫১ সালের ৫ ডিসেম্বর কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন এবং বাংলা চিত্রকলার আধুনিকীকরণে, ভারতীয় শিল্প ও সাহিত্য জগতে স্থায়ী প্রভাব রেখে গেছেন।
বইসমূহ
অবনীন্দ্রনাথ ঠাকুর-এর কোনো বই পাওয়া যায়নি।