কামিনী রায়
লেখক পরিচিতি
কামিনী রায় (১২ অক্টোবর ১৮৬৪ – ২৭ সেপ্টেম্বর ১৯৩৩) ছিলেন বাংলা সাহিত্যের প্রথিতযশা কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ছিলেন এবং প্রাথমিক সময়ে “জনৈক বঙ্গমহিলা” ছদ্মনামে লিখতেন। তাঁর জন্ম ঝালকাঠি জেলার বাসণ্ডা গ্রামে এবং পিতা চণ্ডীচরণ সেন ছিলেন ব্রাহ্মধর্মাবলম্বী বিচারক ও ইতিহাসবিদ। শৈশব থেকেই কবিতায় আগ্রহী কামিনী রায় কলকাতার বেথুন কলেজ থেকে ১৮৮৬ সালে সংস্কৃত ভাষায় সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। কামিনী রায় শিক্ষাজীবনের পর বেথুন কলেজে অধ্যাপনা করতেন এবং নারী শিক্ষার প্রসারে সক্রিয় ছিলেন। তিনি নারী শ্রম তদন্ত কমিশনের সদস্যও ছিলেন। সাহিত্যকর্মের ক্ষেত্রে তিনি অল্পবয়সে কবিতা রচনা শুরু করেন; তাঁর প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয় ১৮৮৯ সালে। এছাড়া তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো মাল্য ও নির্মাল্য, পৌরাণিকী, গুঞ্জন, অশোক সঙ্গীত, অম্বা ও দীপ ও ধূপ। তাঁর কবিতা জীবন, আশা-আকাঙ্ক্ষা, সুখ-বেদনার সহজ ও সাবলীল প্রকাশ ঘটায়। কামিনী রায় বাংলা সাহিত্যে নারীবাদের প্রতীক হিসেবে স্বীকৃত। ১৯২৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পদক দিয়ে সম্মানিত করে। তিনি জীবনকাল জুড়ে অন্য সাহিত্যিকদের উৎসাহিত করতেন। ১৯৩৩ সালের ২৭ সেপ্টেম্বর হাজারীবাগে তার মৃত্যু হয়।
বইসমূহ
কামিনী রায়-এর কোনো বই পাওয়া যায়নি।