দীনেশচন্দ্র সেন

দীনেশচন্দ্র সেন

দীনেশচন্দ্র সেন

লেখক পরিচিতি

দীনেশচন্দ্র সেন (৩ নভেম্বর ১৮৬৬ – ২০ নভেম্বর ১৯৩৯) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি শিক্ষাবিদ, সাহিত্য গবেষক এবং লোক-সাহিত্যবিশারদ। তিনি জন্মগ্রহণ করেন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের মানিকগঞ্জ জেলার বগজুড়ী গ্রামে, সম্ভ্রান্ত বৈদ্যব্রাহ্মণ পরিবারে। পিতা ঈশ্বরচন্দ্র সেন একজন উকিল ছিলেন এবং মা রূপলতা দেবী। তিনি জগন্নাথ স্কুল থেকে শিক্ষা গ্রহণের পর ঢাকা কলেজ থেকে এফ.এ পাস করেন। ১৮৮৯ সালে তিনি প্রাইভেট ছাত্র হিসেবে ইংরেজি সাহিত্যে বি.এ. ডিগ্রি লাভ করেন। দীনেশচন্দ্র সেন শিক্ষাজীবন শুরু করেন সিলেটের হবিগঞ্জ স্কুলে। পরে কুমিল্লার শম্ভুনাথ ইনস্টিটিউশন এবং ভিক্টোরিয়া স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘রামতনু লাহিড়ী রিসার্চ ফেলো’ নির্বাচিত হন। তিনি গ্রামবাংলার বিভিন্ন অঞ্চলে ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন এবং ১৮৯৬ সালে বঙ্গভাষা ও সাহিত্য শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে হিস্ট্রি অব বেঙ্গলি লিটেরেচার, বৃহৎ বঙ্গ, মৈমনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা এবং বহু গবেষণাধর্মী সাহিত্য। ১৯২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট ডিগ্রী প্রদান করে এবং ১৯২১ সালে ব্রিটিশ শাসিত ভারত সরকার তাকে ‘রায়বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। দীনেশচন্দ্র সেন ২০ নভেম্বর ১৯৩৯ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি বাংলা সাহিত্যের ইতিহাসচর্চায় এক অমুল্য অবদান রেখেছেন এবং বাঙালি গবেষক সমাজে আজও স্মরণীয়।

বইসমূহ

দীনেশচন্দ্র সেন-এর কোনো বই পাওয়া যায়নি।