
সমরেশ মজুমদার
লেখক পরিচিতি
সমরেশ মজুমদার (১০ মার্চ ১৯৪২ – ৮ মে ২০২৩) ছিলেন বাংলা সাহিত্যের এক অনন্যসাধারণ কথাশিল্পী ও ঔপন্যাসিক, যিনি তাঁর বহুমাত্রিক লেখনীর মাধ্যমে পাঠক হৃদয়ে অমর হয়ে আছেন। উত্তরাধিকার, কালবেলা ও কালপুরুষ নামক ট্রিলজির মাধ্যমে তিনি শুধু জনপ্রিয়তাই পাননি, বরং বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করেন। ডুয়ার্সের চা বাগানের জীবন থেকে শুরু করে কলকাতার নাগরিক জটিলতা—সবই উঠে এসেছে তাঁর সৃষ্টিতে। শহরকেন্দ্রিক জীবনকে কেন্দ্র করে লেখা তাঁর উপন্যাসগুলো তাঁকে "আরবান লেখক" হিসেবে আলাদা পরিচিতি দেয়। তিনি আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন এবং গ্রুপ থিয়েটারের প্রতিও ছিল গভীর অনুরাগ। তাঁর প্রথম গল্প অন্যমাত্রা প্রকাশিত হয় ১৯৬৭ সালে, আর প্রথম উপন্যাস দৌড় প্রকাশিত হয় ১৯৭৫ সালে। ছোটগল্প, ভ্রমণকাহিনি, গোয়েন্দাকাহিনি, কিশোর সাহিত্য—সবক্ষেত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র অর্জুন বিশেষভাবে পাঠকপ্রিয়। সাহিত্য আকাদেমি পুরস্কার, আনন্দ পুরস্কার, বঙ্গবিভূষণসহ বহু সম্মানে ভূষিত হন তিনি। জীবনের শেষদিকে সিওপিডি ও স্লিপ অ্যাপনিয়ার কারণে ভুগে ২০২৩ সালের ৮ মে তিনি প্রয়াত হন। বাংলা সাহিত্যের ভুবনে তিনি আজও এক অমূল্য সম্পদ।
বইসমূহ
এই লেখকের কোনো বই পাওয়া যায়নি।