স্বামী বিবেকানন্দ
লেখক পরিচিতি
স্বামী বিবেকানন্দ (১৮৬৩–১৯০২) ছিলেন ভারতীয় দার্শনিক, যোগগুরু, সমাজ সংস্কারক ও হিন্দুধর্মের সর্বজনীন বার্তাবাহক। জন্মগ্রহণ করেন ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতার নরইল এলাকায়, জন্মকালীন নাম নবীনচন্দ্র চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই তিনি অতি বুদ্ধিমান ও দার্শনিক মনোভাবসম্পন্ন ছিলেন। শিক্ষাজীবনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অধ্যয়ন করেন এবং শৈশব থেকেই ধর্ম, দার্শনিকতা ও মানবিকতা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ পায়। তাঁর আধ্যাত্মিক জীবন মূলত গুরু রামকৃষ্ণ পরমহংসের কাছ থেকে অনুপ্রাণিত। রামকৃষ্ণের উপদেশ ও ভক্তি-চর্চাকে ভিত্তি করে তিনি ভারতীয় দর্শন, বেদান্ত ও যোগশাস্ত্রকে বিশ্বমঞ্চে পরিচিত করান। ১৮৯৩ সালে শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে দেওয়া তাঁর বক্তৃতা বিশ্বজুড়ে প্রশংসিত হয় এবং হিন্দুধর্মকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়। তিনি নারী শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বামী বিবেকানন্দ মাত্র ৩৯ বছর বয়সে, ১৯০২ সালের ৩ জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন। তবু তাঁর শিক্ষা, অনুপ্রেরণা ও মানবকল্যাণমূলক কাজ আজও ভারত ও বিশ্বে প্রভাবশালী। তিনি আধুনিক ভারতের আধ্যাত্মিক পুনর্জাগরণের অমর প্রতীক হিসেবে স্মরণীয়।
বইসমূহ
স্বামী বিবেকানন্দ-এর কোনো বই পাওয়া যায়নি।