আল-আমিন খান সাগর
লেখক পরিচিতি
আল-আমিন খান সাগর (জন্ম: ১১ ডিসেম্বর ১৯৮৩ খ্রিস্টাব্দ) বগুড়া জেলার শেরপুর থানাধীন ছবির মতো সুন্দর গ্রাম বেলগাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আকবর আলী খান মঙ্গু এবং মাতা মরহুমা সুফিয়া বেগম। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি কনিষ্ঠ। তিনি নিজ গ্রামের জেডপিজি বেলগাড়ী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। মাধ্যমিক শিক্ষা লাভ করেন ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়, শেরপুর, বগুড়া থেকে। পরবর্তীতে হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ থেকে উচ্চ মাধ্যমিক এবং সরকারি বাংলা কলেজ, ঢাকা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাহিত্যাঙ্গনে তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস ‘অবশেষে ভালোবাসা’, প্রথম ছোটগল্প ‘নিশাচর’ এবং প্রথম বেতার নাটক ‘সম্পর্ক’। লেখালেখির পাশাপাশি তিনি অভিনয়েও সক্রিয়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র ‘হরিজন’ এবং টেলিভিশন নাটক ‘তবুও সুপ্রভাত’ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। সাহিত্যচর্চা ও পাঠসংস্কৃতি বিস্তারে তিনি ‘প্রণয়ী পাঠাগার’ নামে একটি পাঠাগার পরিচালনা করছেন এবং ‘প্রণয়ী’ ত্রৈমাসিক সাহিত্যপত্র সম্পাদনার দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর একটি স্বনামধন্য মন্ত্রণালয়ে কর্মরত আছেন।
বইসমূহ
আল-আমিন খান সাগর-এর কোনো বই পাওয়া যায়নি।