আলম তালুকদার
লেখক পরিচিতি
আলম তালুকদার (১ জানুয়ারি ১৯৫৬ – ৮ জুলাই ২০২০) ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার, কবি ও শিশুসাহিত্যিক। তিনি টাঙ্গাইল জেলার গালা গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তাঁর সাহিত্যচর্চার শুরু, যা পরবর্তীতে তাকে বাংলা ছড়াসাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত করে। সহজ-সরল শব্দের ভেতর গভীর ভাব ও ব্যঙ্গাত্মক রস সৃষ্টিতে তিনি ছিলেন অনন্য। শুধু ছড়াই নয়, শিশু-কিশোর সাহিত্য, রম্যসাহিত্য ও প্রবন্ধ রচনাতেও তিনি ছিলেন সমান দক্ষ। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৮০টিরও বেশি, যার প্রতিটিতেই পাওয়া যায় সমাজ, মানবতা ও হাস্যরসের সূক্ষ্ম মেলবন্ধন। সরকারি চাকরিজীবী হয়েও তিনি সাহিত্যচর্চা চালিয়ে গেছেন অবিচল নিষ্ঠায়, যা তাঁকে পাঠকপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। বাংলা শিশুসাহিত্যে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন। ২০২০ সালের ৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তবুও তাঁর ছড়া ও সৃষ্টিশীল লেখনী বাংলা সাহিত্যে অনন্তকাল বেঁচে থাকবে।
বইসমূহ
আলম তালুকদার-এর কোনো বই পাওয়া যায়নি।