পূর্ণেন্দু পত্রী

পূর্ণেন্দু পত্রী

পূর্ণেন্দু পত্রী

লেখক পরিচিতি

পূর্ণেন্দু পত্রী (২ ফেব্রুয়ারি ১৯৩১ – ১৯ মার্চ ১৯৯৭) ছিলেন একজন বহুমুখী প্রতিভাধর ভারতীয় বাঙালি সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক, চলচ্চিত্র পরিচালক ও প্রচ্ছদশিল্পী। তিনি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার নাকোলে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি শিল্প ও সাহিত্যচর্চায় গভীর আগ্রহ দেখান এবং পরবর্তীতে কলকাতায় এসে কমিউনিস্ট সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তার প্রথম কাব্যগ্রন্থ একমুঠো রোদ প্রকাশিত হয় ১৯৫১ সালে, আর প্রথম উপন্যাস দাঁড়ের ময়না মানিক পুরস্কার লাভ করে। শব্দের বিছানা, তুমি এলেসূর্যোদয় হয়, ও গভীর রাতের ট্রাঙ্ককল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি ‘কলকাতা’ শহরকে ঘিরে একাধিক ঐতিহাসিক ও গবেষণাধর্মী বই রচনা করেন, যেমন শহর কলকাতার আদি পর্ব ও কি করে কলকাতা হল। চলচ্চিত্র পরিচালনায়ও তিনি কৃতিত্ব দেখান—স্ত্রীর পত্র, ছেঁড়া তমসুকসহ বেশ কিছু চলচ্চিত্র জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। বাংলা সাহিত্যের শতাধিক গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করে তিনি নিজেকে এক অনন্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। সামগ্রিক সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন।

বইসমূহ

কথোপকথন
বই দেখুন

মোট ফলাফল, দেখাচ্ছে থেকে