বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
লেখক পরিচিতি
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর ১৮৮০ – ৯ ডিসেম্বর ১৯৩২) ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্ম নেওয়া রোকেয়া ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন। সমাজ ও ধর্মীয় রক্ষণশীলতার বাধা অতিক্রম করে তিনি নারীশিক্ষা, স্বাধিকার ও আত্মমর্যাদার পক্ষে সংগ্রাম করেন। তাঁর প্রবন্ধগ্রন্থ মতিচূর, উপন্যাস পদ্মরাগ, এবং বিজ্ঞান কল্পকাহিনী সুলতানার স্বপ্ন নারীবাদী সাহিত্যের অনন্য নিদর্শন। তিনি ১৯০৯ সালে “সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল” প্রতিষ্ঠা করে নারীশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সমাজে নারীর অবস্থান উন্নয়ন ও লিঙ্গসমতার প্রশ্নে তাঁর চিন্তা ছিল যুগান্তকারী। বাংলাদেশ সরকার প্রতি বছর ৯ ডিসেম্বর “রোকেয়া দিবস” উদ্যাপন করে এবং নারীর অর্জনে “বেগম রোকেয়া পদক” প্রদান করে তাঁর আদর্শকে স্মরণ করে।
বইসমূহ
অবরোধ বাসিনী
বই দেখুনমোট ১ ফলাফল, দেখাচ্ছে ১ থেকে ১