মাইকেল মধুসূদন দত্ত
লেখক পরিচিতি
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪–১৮৭৩) ছিলেন বাংলা সাহিত্যের এক অমর প্রতিভা, যিনি আধুনিক বাংলা কাব্যের জনক হিসেবে পরিচিত। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি পাশ্চাত্য সাহিত্য ও সংস্কৃতির গভীর প্রভাব গ্রহণ করেন। ধর্মান্তরিত হয়ে খ্রিষ্টান ধর্ম গ্রহণের পর তাঁর নাম হয় “মাইকেল মধুসূদন দত্ত”। তাঁর বিখ্যাত রচনা মেঘনাদবধ কাব্য বাংলা মহাকাব্যের এক অনন্য সৃষ্টি, যেখানে মিল্টনের Paradise Lost-এর প্রভাব দেখা যায়। তিনি তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা প্রভৃতি রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে নবজাগরণের সূচনা করেন। ইউরোপে বহু বছর কাটিয়ে তিনি জীবনের শেষ দিকে অর্থকষ্টে পড়েন এবং ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। তাঁর সাহিত্য প্রতিভা বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয়।
বইসমূহ
মাইকেল মধুসূদন দত্ত-এর কোনো বই পাওয়া যায়নি।