সেলিম আল দীন
লেখক পরিচিতি
সেলিম আল দীন (১৮ আগস্ট ১৯৪৯ – ১৪ জানুয়ারি ২০০৮) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার, লেখক ও অধ্যাপক। ফেনীর সোনাগাজী গ্রামে জন্ম নেওয়া এই নাট্যকার স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বাংলা নাটকের ঐতিহ্য ও আঙ্গিক নিয়ে গবেষণা করেছেন এবং তার নাটকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও সামাজিক বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। সেলিম আল দীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা নাট্য বিভাগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ‘বাংলা নাট্যকোষ’ প্রণয়ন করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে ‘কিত্তনখোলা’, ‘কেরামতমঙ্গল’, ‘চাকা’, ‘হরগজ’, ‘যৈবতী কন্যার মন’, ‘হাতহদাই’ ও ‘নিমজ্জন’। নাটক রচনার পাশাপাশি তিনি থিয়েটার আন্দোলন ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠায়ও সক্রিয় ছিলেন। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৪), একুশে পদক (২০০৭) ও মৃত্যুর পর ২০২৩ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
বইসমূহ
সেলিম আল দীন-এর কোনো বই পাওয়া যায়নি।