সুভাষ মুখোপাধ্যায়
লেখক পরিচিতি
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত বাঙালি কবি, গদ্যকার ও রাজনীতিবিদ। কৃষ্ণনগরে জন্মগ্রহণ করে তিনি কলকাতায় বড় হন এবং প্রথম শিক্ষার পাশাপাশি রাজনৈতিক চেতনার সঙ্গে পরিচিত হন। শৈশব থেকে বইপড়া, খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তার ব্যক্তিত্বের ভিত্তি গড়ে ওঠে। ১৯৪০ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘পদাতিক’ প্রকাশিত হয় এবং আধুনিক বাংলা কবিতায় তার স্বতন্ত্র কণ্ঠস্বর প্রতিষ্ঠিত হয়। কবিতায় তিনি শ্রমিক শ্রেণির বৈষম্য, সমাজের অন্যায় ও মানুষের দুর্দশার বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ করেন। জীবনকালজুড়ে কমিউনিস্ট আন্দোলন, ট্রেড ইউনিয়ন কাজ এবং রাজনৈতিক সংগ্রামে সক্রিয় থাকেন। সাহিত্যিক হিসাবে তিনি ছড়া, ভ্রমণসাহিত্য, উপন্যাস, অনুবাদ ও শিশু সাহিত্যেও পারদর্শী ছিলেন। অসাধারণ বৌদ্ধিকতা, সরল yet প্রভাবশালী ভাষা এবং মানুষের প্রতি গভীর সহানুভূতি তার সাহিত্যকে চিরন্তন করেছে। মৃত্যুকালে তিনি কলকাতায় প্রয়াণ করেন, পেছনে রেখে গেছেন অসংখ্য অমর কবিতা ও সাহিত্যকর্ম।
বইসমূহ
সুভাষ মুখোপাধ্যায়-এর কোনো বই পাওয়া যায়নি।