সুধীন্দ্রনাথ দত্ত

সুধীন্দ্রনাথ দত্ত

সুধীন্দ্রনাথ দত্ত

লেখক পরিচিতি

সুধীন্দ্রনাথ দত্ত (৩০ অক্টোবর ১৯০১ – ২৫ জুন ১৯৬০) ছিলেন বাংলা আধুনিক কাব্যের একজন প্রধান কবি। তিনি রবীন্দ্র প্রভাবকে পেছনে রেখে আধুনিকতার নতুন ধারার সূচনা করেন। কলকাতায় জন্মগ্রহণ করা সুধীন্দ্রনাথের শিক্ষাজীবন কাশী ও কলকাতায় কাটে; স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য ও আইনের পড়াশোনা শুরু করেন। জীবনে দুটি বিবাহ করেছিলেন—ছবি বসুর সঙ্গে ১৯২৪ সালে এবং রাজেশ্বরী বাসুদেবের সঙ্গে ১৯৪৩ সালে। কর্মজীবনে তিনি প্রথমে বীমা সংস্থায় কাজ করেন, পরে ‘পরিচয়’ পত্রিকার সম্পাদক হিসেবে ১২ বছর কাটান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তার কবিতায় দৃঢ় বৌদ্ধিকতা, সামাজিক ও দার্শনিক গভীরতা, রোমান্টিক আবেগ এবং ভাষার সৃষ্টিশীল ব্যবহার লক্ষ্য করা যায়। গুরুত্বপূর্ণ রচনাসমূহের মধ্যে আছে ‘তন্ত্রী’, ‘অর্কেস্ট্রা’, ‘ক্রন্দসী’, ‘উত্তর ফাল্গুনী’, ‘সংবর্ত’ ও ‘দশমী’। সাহিত্যজীবনে তিনি বাংলা কবিতার ভাষা ও ছন্দের ক্ষেত্র প্রসারিত করেছেন এবং আধুনিক বাংলা কবিতায় অমর ছাপ রেখেছেন।

বইসমূহ

সুধীন্দ্রনাথ দত্ত-এর কোনো বই পাওয়া যায়নি।