নীহাররঞ্জন গুপ্ত
লেখক পরিচিতি
নীহাররঞ্জন গুপ্ত (৬ জুন ১৯১১ – ২০ ফেব্রুয়ারি ১৯৮৬) ছিলেন ভারতীয় বাঙালি চিকিৎসক ও জনপ্রিয় লেখক। তিনি বাংলা গোয়েন্দা সাহিত্যের কিংবদন্তি কিরীটী রায় চরিত্রের স্রষ্টা। নীহাররঞ্জন গুপ্তের জন্ম নড়াইল জেলার লোহাগড়া গ্রামে। কলকাতায় কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যা অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন থেকে চর্মরোগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা সঞ্চয় করেন। পরবর্তীতে কলকাতা মেডিক্যাল কলেজে শিক্ষকতা করেন। তিনি লেখালেখি শুরু করেন খুব ছোটবেলা থেকেই এবং প্রথম উপন্যাস রাজকুমার ১৮ বছর বয়সে লিখেছিলেন। পরবর্তীতে গোয়েন্দা সাহিত্যে প্রবেশ করে কালোভ্রমর উপন্যাসে কিরীটী রায়কে পরিচয় করান, যা Bengali detective literature-এ বিপ্লব সাধন করে। মোট দুই শতাধিক বই রচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু: কালোভ্রমর, মৃত্যুবার্তা, উল্কা, উত্তরফাল্গুনী, হাসপাতাল, কলঙ্কিনী কঙ্কাবতী, লালুভুলু, কিরীটী অমনিবাস, অপারেশন। তিনি শিশু সাহিত্যেও অবদান রেখেছেন এবং সবুজ সাহিত্য পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার জন্মস্থান নড়াইলে ১৯৮৮ সালে শিশুস্বর্গ-২ নামে একটি শিশু সংগঠন প্রতিষ্ঠিত হয়।
বইসমূহ
নীহাররঞ্জন গুপ্ত-এর কোনো বই পাওয়া যায়নি।