আল মাহমুদ

আল মাহমুদ

আল মাহমুদ

লেখক পরিচিতি

আল মাহমুদ (১৯৩৬–২০১৯) আধুনিক বাংলা সাহিত্যের এক অনন্য প্রজন্মের কবি, যিনি একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। ষাটের দশকে বাংলা কবিতায় তিনি নতুন ছন্দ, নতুন বাকভঙ্গি ও চেতনার সঞ্চার করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ লোক লোকান্তর (১৯৬৩) তাঁকে পাঠক ও সমালোচকের কাছে সুপরিচিত করে তোলে, আর কালের কলস ও সোনালি কাবিন তাঁকে প্রতিষ্ঠিত করে প্রথম সারির কবি হিসেবে। ভাটি বাংলার প্রকৃতি, নদী, চরাঞ্চলের জীবন, প্রেম, নারী ও মানবজীবনের চিরন্তন বেদনা তাঁর কবিতায় গভীরভাবে উঠে এসেছে। ১৯৭১ সালে তিনি প্রবাসী সরকারের সঙ্গে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধে অবদান রাখেন। স্বাধীনতার পর দৈনিক গণকণ্ঠ-এর সম্পাদক ছিলেন, যার জন্য তাঁকে কারাবাসও ভোগ করতে হয়। কবিতা ছাড়াও তিনি ছোটগল্প ও উপন্যাসে সমান দক্ষতা দেখিয়েছেন। তাঁর রচনায় আঞ্চলিক শব্দের স্বতঃস্ফূর্ত ব্যবহার ও গ্রামীণ আবহ বাংলা কবিতাকে দিয়েছে নতুন স্বাদ। তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ বহু স্বীকৃতি পেয়েছেন। আল মাহমুদ বাংলা কবিতাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়ে আজও পাঠকের হৃদয়ে অমর হয়ে আছেন।

বইসমূহ

আল মাহমুদ
আল মাহমুদ
বই দেখুন

মোট ফলাফল, দেখাচ্ছে থেকে