দেওয়ান মোহাম্মদ আজরফ

দেওয়ান মোহাম্মদ আজরফ

দেওয়ান মোহাম্মদ আজরফ

লেখক পরিচিতি

দেওয়ান মোহাম্মদ আজরফ (২৫ অক্টোবর ১৯০৬ – ১ নভেম্বর ১৯৯৯) ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী, সাহিত্যিক, গবেষক, সমালোচক, দার্শনিক এবং ইসলামী চিন্তাবিদ। তিনি বাংলা ভাষা আন্দোলনের অন্যতম সমর্থক এবং সংগঠক ছিলেন। শিক্ষাজীবন শুরু করেন মুরারিচাঁদ কলেজ, সিলেট থেকে বিএ সম্পন্ন করে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ ডিগ্রী লাভ করেন। তিনি সুনামগঞ্জ কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ইসলাম শিক্ষা বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান করেছেন। আজরফের সাহিত্য ও দার্শনিক কর্মজীবন বিস্তৃত; তিনি মানুষের জীবন, সমাজ ও মানবতার উন্নয়নের তাত্ত্বিক ও বাস্তব বিষয় নিয়ে লিখেছেন। তার উল্লেখযোগ্য রচনায় রয়েছে *তমদ্দুনের বিকাশ, সত্যের সৈনিক আবুজর, ইতিহাসের ধারা, নতুন সূর্য, জীবন সমস্যার সমাধানে ইসলাম, দর্শনের নানা প্রসঙ্গ, আজাদী আন্দোলনের তিন অধ্যায়* এবং *নয়া জিন্দেগী*। এছাড়াও তিনি ইসলাম ও মানবতাবাদ, সমাজ ও সংস্কৃতিবিষয়ক গবেষণামূলক লেখা করেছেন। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, স্বাধীনতা পুরস্কার এবং নাসির উদ্দীন স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন।

বইসমূহ

দেওয়ান মোহাম্মদ আজরফ-এর কোনো বই পাওয়া যায়নি।