আবদুল গাফফার চৌধুরী

আবদুল গাফফার চৌধুরী

আবদুল গাফফার চৌধুরী

লেখক পরিচিতি

আবদুল গাফফার চৌধুরী (১২ ডিসেম্বর ১৯৩৪ – ১৯ মে ২০২২) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান **"আমার ভাইয়ের রক্তে রাঙানো"**-এর রচয়িতা এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলার প্রথম পত্রিকা **সাপ্তাহিক জয়বাংলা** প্রতিষ্ঠা ও সম্পাদনার মাধ্যমে দেশের ইতিহাসে অমর হয়ে যান। বরিশালের মেহেন্দিগঞ্জে জন্মগ্রহণকারী গাফফার চৌধুরী ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতা জীবন শুরু করেন ১৯৫০ সালে দৈনিক **ইনসাফ**-এ এবং পরবর্তীতে **ইত্তেফাক**, **আজাদ**, **দৈনিক আওয়াজ**, **পূর্বদেশ**সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। প্রবাসে **নতুন দিন**, **নতুন দেশ** ও **বাংলার ডাক**-এর সম্পাদক হিসেবে দেশের খবর ও রাজনৈতিক বিশ্লেষণ পরিবেশন করেছেন। তার কলাম ও সাহিত্যকর্ম সমসাময়িক বিষয়, রাজনৈতিক প্রেক্ষাপট ও মানবিক মূল্যবোধকে গভীরভাবে তুলে ধরে। জীবদ্দশায় তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদক এবং ইউনেস্কো পুরস্কারের মতো খ্যাতনামা পুরস্কার লাভ করেন। ১৯ মে ২০২২ লন্ডনের হাসপাতালে মৃত্যু পর, তাকে ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশে দাফন করা হয়।

বইসমূহ

আবদুল গাফফার চৌধুরী-এর কোনো বই পাওয়া যায়নি।